বৃহস্পতিবার- ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

বান্দরবানে খেলোয়াড়দের মাঝে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে সাংবাদিক উজ্জল

শান্তি ও সম্প্রীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেয়ার আহ্বান

বিভিন্ন সম্প্রদায়ের নবীণ-প্রবীণ খেলোয়াড় আর রেফারী, কেউ আবার প্রয়াত খেলোয়াড়ের পরিবার, সবাইকে একই মঞ্চে ডেকে উপহার সামগ্রী তুলে দিলেন বান্দরবানের ক্রিড়া সংগঠক সাংবাদিক লুৎফুর রহমান (উজ্জল)।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা) ও কঠিন চিবর দান উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের মাঝে ১৩টি আইটেম এর নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেজ তুলে দেন তিনি।

এসময় উপস্থিত অতিথি ও খেলোয়াড়রা বলেন, প্রতিভাবান ও অস্বচ্ছল খেলোয়াড়দের সুখে-দুঃখে পাশে থাকতে পারা সৌভাগ্যের বিষয়। বক্তারা আরো বলেন, ক্রীড়া, খেলোয়াড় ও সংগঠকদের যেকোনো সমস্যাতে পাশে থেকেছেন সংগঠক উজ্জল।

তিনি প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এসময় লুৎফুর রহমান উজ্জল শান্তি ও সম্প্রীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে একযোগে বান্দরবানের ক্রীড়ার উন্নয়নে ভ‚মিকা রাখার আহŸান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাব সদস্য ও দেশ টিভি জেলা প্রতিনিধি আবুল বাশার নয়ন, বান্দরবান আন্তঃ ধর্মীয় বন্ধুসভা’র সভাপতি উমেপ্রæ।

এসময় অনুষ্ঠানে বিজয় টিভির সাংবাদিক রিমন পালিত, ঢাকা পোষ্টের মো: শহিদুল ইসলাম, দৈনিক গণমুক্তির বাসু দেব বিশ্বাস, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা ভিন্নধর্মী আয়োজনের জন্য সহকর্মী সাংবাদিক লুৎফুর রহমান উজ্জলকে ধন্যবাদ জানান এবং খেলোয়াড়দের পাশে থাকার প্রতিশ্রæতি দেন।

বান্দরবান জেলার প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ফুটবল খেলোয়াড় হ্লাসিং মার্মার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত অতিথি ও খেলোয়াড়বৃন্দ।

33Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়