বৃহস্পতিবার- ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লোহাগাড়ায় অগ্নিকান্ডে পুড়ল ১৭ দোকান

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

১৫ জানুয়ারি (বুধবার) ভোরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সূখছড়ি খালেকিয়া দরবার শরীফ সংলগ্ন স্টেশনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে মার্কেটের একটি জায়গা থেকে দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখেন কয়েকজন মুসল্লী । এ সময় তারা শোর-চিৎকার করতে থাকলে চতুর্দিক থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও সহজে আগুন নিয়স্ত্রণে আনতে ব্যর্থ হলে লোহাগাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়স্ত্রণে আনলে ও ততক্ষনে প্রায় ২০ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকান্ডের ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল আলম জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর জানার পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি, জনগণের ক্ষোভের মাঝে পড়েও সার্বিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে ও জানিয়েছেন তিনি।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়