আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে চট্রগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৯মে(বৃহস্পতিবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বিষয়টি নিশ্চিদ করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল শুক্কুর।
লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী,লন্ডন প্রবাসী ব্যবসায়ী আব্দুল মাবুদ সৈয়দ,চট্রগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য শহিদুল কবির সেলিম ও লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক নুরুল হক।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন
উপজেলা আওয়ামীলীগ নেতা সরোয়ার মামুন, দক্ষিন জেলা যুবলীগ নেতা জমিল উদ্দীন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির ও ফরহাদুল ইসলাম।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তার ও জেসমিন আক্তার মনোনয়ন পত্র জমা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ১২মে রবিবার।
মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে রবিবার। প্রতীক বরাদ্দ ২০মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫জুন বুধবার।