বৃহস্পতিবার- ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লামায় ১২ ইটভাটাকে ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

লামায় ১২ ইটভাটাকে ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের পাহাড় কর্তনের দায়ের ১২টি ইটভাটাকে ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । আজ বুধবার (২০ মার্চ ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফখর উদ্দিন চৌধুরী জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫(১) ও ধারা ১৫(১) অনুযায়ী এ ইটভাটার জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহ করা জন্য আজ ১২ ইটভাটার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ লক্ষ ৬০ হাজার টাকাজরিমানা করা হয়েছে।

এই সময় উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক কার্যলয়ের তিন জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, মোহাম্মদ মোজাহেরুল হক, আসিফ রায়হানসহ প্রমুখ।

অভিযানকালে ১২ ইটভাটায়র মধ্যে ইউবিএম ইটভাটাকে ৬০ হাজার, এসএবি ইটভাটাকে ৮০ হাজার, থ্রিবিএম ইটভাটাকে ৫০ হাজার, ফাইভবিএম ইটভাটাকে ৬০ হাজার, এমএমবি ইটভাটাকে ১ লাখ, এসবিডাব্লিউ ইটভাটাকে ৬০ হাজার, এফএসি ইটভাটাকে ৫০ হাজার, এমএইসবি ইটভাটাকে ৫০ হাজার, ফোরবিএম ইটভাটাকে ৩ লাখ, বিএম ডাব্লিউ ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার, ওয়াইএসবি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার, উইএনবি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়