বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লামায় মধ্যরাতে পাহাড় কাটার বিরুদ্ধে ইউএনও’র অভিযান, স্কেভেটর ধ্বংস

লামায় মধ্যরাতে পাহাড় কাটার বিরুদ্ধে ইউএনও'র অভিযান, স্কেভেটর ধ্বংস

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে মধ্যরাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এ সময় একটি স্কেভেটর ধ্বংস করা হয় এবং অভিযানের সময় পাহাড় খেকোরা পালিয়ে যাওয়ায় কোন জরিমানা করা সম্ভব হয়নি।

রবিবার (৩১ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মূলতঃ গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, রবিবার রাত ১১ টার দিকে পাহাড় কাটার খবর পাওয়ার পর উপজেলার সরই ইউপির ৪ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি এবং একটি স্কেভেটর ধ্বংস করি।

তিনি আরও বলেন, পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

53Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়