বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে মধ্যরাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এ সময় একটি স্কেভেটর ধ্বংস করা হয় এবং অভিযানের সময় পাহাড় খেকোরা পালিয়ে যাওয়ায় কোন জরিমানা করা সম্ভব হয়নি।
রবিবার (৩১ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মূলতঃ গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, রবিবার রাত ১১ টার দিকে পাহাড় কাটার খবর পাওয়ার পর উপজেলার সরই ইউপির ৪ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি এবং একটি স্কেভেটর ধ্বংস করি।
তিনি আরও বলেন, পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
53Shares