বান্দরবানের লামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি’র সভা মঙ্গলবার (০৩ ডিসেম্বর)দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্ববাস, সমাজ সেবা কর্মকর্তা তানবীর হাসান, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও প্রকল্প সমন্বয়কারী মং উচিং মারমা প্রমুখ অতিথি ছিলেন।
প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না’র সঞ্চালনায় পুষ্টি ও প্রকল্প কার্যক্রমের উপর বিস্তারিত তুলে ধরেন, প্রকল্পের মনিটরিং অফিসার থুই চাহ্লা মার্মা। এতে পুষ্টি কমিটির সদস্য সহ প্রকল্পের অর্গানাইজার ও পুষ্টি আপারা অংশ গ্রহণ করেন। সভায় পুষ্টি, উপজেলা পুষ্টি কমিটি সক্রিয়করণ ও ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কমিটি গঠন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিত জনগণের সার্বিক উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সভার আয়োজন করা হয়।