বৃহস্পতিবার- ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় পালিত হলো স্ট্যান্ড ফর এনআইডি : মানববন্ধন কর্মসূচি

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত সময়সূচী অনুযায়ী সারাদেশের ন্যায় বান্দরবানের লামা নির্বাচন ভবনের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছেন লামা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী ১৩ মার্চ বৃহস্পতিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় পরিচয়পত্র (NID) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত সময়সূচী অনুযায়ী সারাদেশের ন্যায় লামা উপজেলায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন হচ্ছে।

এই কর্মসূচীতে লামা, বান্দরবান পার্বত্য জেলার নির্বাচন পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করছেন।

বক্তারা জানান,ভোটার তালিকার ডাটাবেজ হতেই জাতীয় পরিচয়পত্রের (NID) উৎপত্তি। গত ১৭বছর ধরে বাংলাদেশ নির্বাচন কমিশনই ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের (NID) সকল কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। বিগত সরকার জাতীয় পরিচয়পত্র (NID) প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু রাজনৈতিক দলসহ বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল স্টেকহোল্ডাররা চায় এটি নির্বাচন কমিশনের অধীনেই থাকুক।

অতিসম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় পরিচয়পত্র (NID) স্বরাষ্ট্রে নেয়ার আইন বাতিল করে তা বাংলাদেশ নির্বাচন কমিশন-এর অধীনেই ন্যস্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, আরেকটি কুচক্রী মহল আলাদা কমিশন গঠন করে জাতীয় পরিচয়পত্র (NID) পরিচালনার পায়তারা করছে।

এর প্রেক্ষিতে গত ৫ মার্চ জাতীয় পরিচয়পত্র (NID) বাংলাদেশ নির্বাচন কমিশন-এর অধীনেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল সরকার ও কমিশনের দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জন্য। কমিশন একমত পোষণ করে ৯ মার্চ সরকারকে চিঠিও দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের পক্ষ হতে আমরা কোনো সাড়া পাইনি।

তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত সময়সূচী অনুযায়ী সারাদেশের ন্যায় লামায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন হচ্ছে। এরমধ্যে সরকারের পক্ষ হতে কোনো সাড়া না পেলে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক পরবর্তী সিন্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়