রবিবার- ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় আইন শৃঙ্খলার চরম অবনতি!গভীররাতে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল

বান্দরবানের লামায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মশাল মিছিল,হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে এই মশাল মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন।

৩১ জানুয়ারি শুক্রবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মশাল মিছিল বের করলে খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। মুহুর্তেই মশাল মিছিলের ছবি ভিডিও ভাইরাল হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

গত ৫ আগস্টের পর ফেইজবুক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী অপ-প্রচারে লিপ্ত একাধিক মামলার ওয়ারেন্টভোক্ত আসামি ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন। এখনো কতুব মেম্বার আটক না হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

এদিকে আওয়ামী লীগের এই মশাল মিছিল নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে প্রশাসন। খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে নেতাকর্মীরা গভীর রাতে গা ঢাকা দেয়।

এদিকে লামায় আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে,উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় সাংবাদিক ও বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।৫ আগস্টের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর সঙ্ঘবদ্ধ অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে,অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা নিতে ওসির গড়ি মসি। উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সভায় বিএনপি নেতা আমির হোসেন বলেন, ৫ আগস্টের পর পুলিশ নিস্ক্রিয় হয়ে পড়েন। ওই সময় উপজেলা বিএনপির উদ্যােগে মানুষের জানমাল ও আইন শৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পর্যায়ে ৩২ জন করে নেতাকর্মীদের দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা হয়েছিলো। এর পর পুলিশ ক্রমেই স্বাভাবিক হয়।তিনি বলেন এখন ওসি সাহেব চোরদের বিরুদ্ধেও মামলা নিচ্ছেন না।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ শাহাদাত হোসেন জানান,খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ অভিযান চালিয়েছে। এছাড়া তাদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়