শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

রাস্তা পার হতে গিয়ে সড়কে ঝরলো তরুণের প্রাণ

সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে কার গাড়ির ধাক্কায় রিদুয়ানুল হক হৃদয় (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সে দেশের আবাহা মাহাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডাকবাংলো মুফিজ কোম্পানি পাড়ার হাসেম সওদাগর প্রকাশ বনফুল হাসেমের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের চাচা আব্বাস উদ্দিন জানান, শনিবার সৌদি আরব সময় রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে আবাহা মাহাইল নামক এলাকায় বন্ধুদের গাড়িতে তুলে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন হৃদয়। এসময় তাকে একটি দ্রুতগতির কার গাড়ি ধাক্কা দিলে শরীরের বিভিন্নস্থান হতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে হাসপাতাল নেয়ার পথে মারা যান সে। তিনি আরও জানান, হৃদয় ওই এলাকায় তার আপন চাচার দোকানে চাকরি করতেন এবং গত দুই বছর আগে সেদেশে পাড়ি জমান।

এদিকে মা-বাবার একমাত্র ছেলে হৃদয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়