বোয়ালখালী উপজেলা স্টাফ কোয়ার্টার সড়কে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা সদরের চিটাগাং বেকারী সংলগ্নে সড়কের পাশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, পৌর এলাকায় যানযট নিরসনে অবৈধ স্থাপনা, রাস্তার উপর
ভাসমান দোকান, অস্থায়ী দোকান ফুটপাত দখল মুক্ত করা হবে। যানযট নিরসনে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। অভিযানে সহায়তা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উচ্ছেদ অভিযানে সহায়তা করেন উপজেলার দায়িত্ব প্রাপ্ত আর্মি কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী টিম, বিজিবি সদস্যগন এবং বোয়ালখালী থানার একজন এসআই এর নেতৃত্বে পুলিশের টিম। এসময় বোয়ালখালী পৌরসভার পৌর নিবার্হী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পরিচ্ছন্ন কর্সী, সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন।