শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বৃষ্টিতে ভিজে সমাবেশ করেছে আলীকদম উপজেলা বিএনপি

বান্দরবানের আলীকদমে দীর্ঘ ১৭ বছর পর স্বাধীন ভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনএনপি।

আজ রোজ মঙ্গলবার (১৩ আগষ্ট) আলীকদম উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্টিত হয়।

উক্ত সমাবেশে আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে আলীকদম সরকারী স্কুলের সামনের থেকে একত্রিত হয়ে বৃষ্টিতে ভিজে আলীকদম বাজারের প্রদান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা।

আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক জুলফিলার আলী ভুট্টোর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহব্বায়ক মাসুক আহম্মেদের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ ও গনমিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজা।

বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি লিটল বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান  অতিথি জাবেদ রেজা বলেন, তিনি ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা। সমাবেশে যারা বৃষ্টিতে ভিজে দূরদুরান্ত থেকে এসে আজকের সমাবেশে যোগদান করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন,  বর্তমান আওয়ামীলীগ  সরকার অনেক জ্বালাও পোড়াও সহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, বাংলাদেশের অনেক আলেম দের ফাঁসিতে ঝুলিয়েছেন, ক্ষমতার দাপট দেখিয়ে সারারণ মানুষের অধিকার সহ জায়গা দখল করেছে।বান্দরবানের আওয়ামীলীগ নেতারা জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড,এলজিইডি,জনস্বাস্থ্য প্রকৌশলী, সড়কের জনপদ বিভাগে ক্ষমতার দাপট দেখিয়ে টেন্ডার বাজি সহ অবৈধ সম্পদের পাহাড় গড়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বলেছিল কিন্তুু খালেদা জিয়া সাধারণ জনগণের কথা ভেবে পালায়নি। কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

বিএনপির কোন নেতাকর্মীরা যদি কার উপর অত্যাচার করে থাকে কোন মন্দির ভেঙে থাকে আমাদেরকে বলুন আমি নিজে বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করব বললেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়