বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বান্দরবান ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিবেদিত “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র (পিসিসিপি)” ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে “শিক্ষা সামগ্রী উপহার ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ই নভেম্বর, ২০২৪) বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে উক্ত শিক্ষা “সামগ্রী উপহার ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ’র সভাপতিত্বে জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন বান্দরবান জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে অন্তর্বর্তীকালীন বান্দরবান জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য জনাবা খুরশিদা ইসহাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আসিফ ইকবাল, বিশেষ বক্তা হিসেবে পিসিসিপি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান উপস্থিত ছিলেন।

এসময় অতিথিবৃন্দ প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করেন। জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় পিসিসিপি বান্দরবান’র পক্ষ থেকে অতিথি জনাব মোহাম্মদ নাছির উদ্দীন এবং জনাবা খুরশিদা ইসহাক’কে সম্মাননা স্মারক প্রধান করা হয়।

অতিথিবৃন্দ ছাত্র পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান। পাহাড়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ছাত্র পরিষদের ভুমিকার ভূয়সী প্রশংসা করেন। বিগত দিন গুলোতে পার্বত্য চট্টগ্রামে ছাত্র পরিষদের কার্যক্রম এবং পাহাড় নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ছাত্র পরিষদের ভুমিকার কথা উল্লেখ করেন। সর্বোপরি জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে পাহাড়ের সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীদের নিয়ে সম্প্রীতির বান্দরবান বিনির্মাণের আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে পিসিসিপি জেলা সভাপতি আসিফ ইকবাল ছাত্র পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ছাত্র পরিষদ দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়ে পাহাড়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায়, সকল প্রকার বৈষম্য দূরীকরণ, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে এবং দেশদ্রোহী সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র পরিষদের আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করেন। সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ছাত্র পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ভুমিকা রাখার আহ্বান জানান।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়