পার্বত্য বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার
বাইশারীতে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করলেন গন অধিকার পরিষদ।
৩০ আগষ্ট শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ বাইশারী ধোয়ার বাপের মার্মা পাড়াসহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ তারেক রহমান ও ইঞ্জিনিয়ার থোয়াইছিং মং চাকের আর্থিক সহায়তায় বাইশারী ভাই ভাই একাদশ সমিতির সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে পাটি, বালিশ, ডেকসি, বালটি মগ,,ডাল,আলু,লবণ, পিঁয়াজ, তৈলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়াও মসজিদের জন্য সিমেন্টসহ চলাচলের উপযোগী করতে রাস্তায় বালির ব্যবস্তা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাইশারী ভাই ভাই একাদশ সমিতির সভাপতি আবদুর রহমান,অর্থ সম্পাদক মাওলানা জামশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ রুহুল আমিন পেঠান আলী পাড়ার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদুল হক ছাত্র অধিকার পরিষদের নেতা এহেছানও অন্যান্য সদস্যবৃন্দ এসময় নেতাকর্মীরা বলেন, গন অধিকার পরিষদের নেতা মোঃ তারেক রহমান ও ইঞ্জিনিয়ার থোয়াইছিং মং চাকের নির্দেশনায় বন্যায় প্লাবিত পরিবারের মাঝে আমরা ত্রাণ নিয়ে এসেছি আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে নির্যাতিত নিপিড়ীত অসহায় মানুষদের সাথে নিয়ে আমাদের পথচলা।
দলটির জেলা সদস্য সচিব রুদ্র মুহাম্মদ জিয়াদ বলেন, হঠাৎ ভারি বৃষ্টিতে লংগদু উপজেলার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। তাই আমরা প্লাবিত পরিবারের মাঝে বাসায় বাসায় পৌঁছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।