শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করলেন ইউএনও

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।

শনিবার ২৪ আগষ্ট বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী, নারিচ বুনিয়া, গোদাম পাড়া এলাকায় ত্রাণ বিতরণ সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

তিনি ক্ষতি গ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং রাস্তা ঘাটের ক্ষয়ক্ষতি ও ভেংগে যাওয়া বাড়ী ঘর গুলো দ্রুত মেরামতের জন্যে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদের ক্ষতিগ্রস্ত দের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি ক্ষতিগ্রস্ত ২শত পরিবারকে চাউল, ডাউল, পিয়াজ, তৈল ও আলু বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা শাখার নাইক্ষ্যংছড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ হোসাইন, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, ইউ পি সদস্য নুরুল কবির, জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ছলিম, জমায়াত নেতা হাফেজ মমতাজ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আহসান হাবীব, বাইশারী ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল করিম বান্টু, সদস্য সচিব আবুল কালাম, যুগ্ন সম্পাদক মোঃ ইউনুস, যুবদল সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্ততা মোঃ জাকারিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসায় বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইশারী ইউনিয়ন শাখার নেতৃবৃৃন্দরা ও স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানান।

39Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়