বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ।
বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, লামা উপজেলা আমীর ক্বাজি মোহাম্মদ ইব্রাহিম , উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম । ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ হাসানসহ বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, চকরিয়া উপজেলার ছিটমহল খ্যাত বমুবিলছড়ি একটি অবহেলিত ইউনিয়ন , রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে । বিশেষ করে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুকে আরো ডেলে সাজানো দরকার ।