লোহাগাড়ার আধুনগরে টিলা কাটার অপরাধে নুরুল কবির নামক এক আওয়ামী লীগ নেতাকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৬জুন(রবিবার) দুপুরে ইউনিয়নের কুলপাগলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা প্রদানকারী নুরুল কবির আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুলপাগলী গ্রামের বাসিন্দা মৃত গুরা মিয়া ফকিরের ছেলে।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, কুলপাগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক্সকেভেটর দিয়ে টিলা কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে টিলা কাটার কাজে জড়িত নুরুল কবিরকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পাওয়ায় তাকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।