কক্সবাজার রামু হিমছড়ি ফাঁড়ির আলাউদ্দীন নামে এক পুলিশের এসআইয়ের বিরুদ্ধে পর্যটক দম্পতির কাছ থেকে ইফতারের খরচের নামে গাড়ি আটকিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল (১৬ মার্চ) রাত ৯ টার দিকে হিমছড়ি ফাঁড়ির চেকপোস্টে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পর্যটক দম্পতি হলেন, ঢাকা মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আতিক ও পাখি।
অভিযুক্ত পুলিশ হলেন, হিমছড়ি ফাঁড়ির এসআই আলাউদ্দীন।
ভুক্তভোগী পর্যটক আতিক বলেন, বাইক নিয়ে ইনানী বিচ থেকে কক্সবাজার ফিরে পথে মিশুক গাড়ির সাথে সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা মিশুক গাড়ির চালককে মারধর করেন।পরে এসে পুলিশ গাড়ি আটক করে ফাঁড়িতে রেখে দেন। এসময় মিশুক গাড়ির বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ না থাকলেও পুলিশ বিভিন্ন অজুহাত দেখান। এক পর্যায়ে গাড়ি কাগজ না থাকার কথা বলে মামলার ভয় দেখান। এক পর্যায়ে পুলিশের এসআই আলাউদ্দীন আমাদের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ইফতারের খরচ বলে ৩ হাজার টাকায় রাজি হয়।
অভিযোগের ব্যাপারে অভিযুক্ত এসআই আলাউদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি নি নাই! অন্যজন নিয়েছে বলে দাবি করেন তিনি।
এই বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (মিডিয়া) বলেন,বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।