বান্দরবানের নাইক্ষংছড়ি ও কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে আরো ১১ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তার মধ্যে নাইক্ষংছড়ির হাতিমারাঝিরি সীমান্ত দিয়ে ৮ জন এবং টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে ৩ জন আশ্রয় নেয়।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল)রাতে টেকনাফের নাফ নদ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করে আরো ১৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, নতুন করে গতকালকে বৃহস্পতিবার আরও ১৩ জন এবং শুক্রবার আরও ১১ জন বিজিপি সদস্য নাইক্ষংছড়ি ও টেকনাফ সীমান্ত দিয়ে আশ্রয় গ্রহণ করেছে। এখন পর্যন্ত সর্বমোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে।
উল্লেখ্য, ১ম ধাপে আগত প্রায় ৩শ বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানোর পর ২য় ধাপে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে খণ্ড খণ্ড করে এ পর্যন্ত ২৮৫ জন বিজিপি ও সেনাসদস্য বাংলাদেশে প্রাণ বাঁচাতে আশ্রয় গ্রহণ করেছেন।