শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

নতুন উদ্যম ও উদ্দীপনায় বান্দরবানে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

নতুন উদ্যম ও উদ্দীপনায় বান্দরবান পার্বত্য জেলায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

আজ সোমবার সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মেঘলায় পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ, মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সরকারী-বেসরকারী বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এদিকে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর, বাংলাদেশের নবযাত্রায় পাহাড়ের মানুষও নতুন উদ্যম ও উদ্দীপনার দিনটি পালন করছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পর অধিকাংশ দেশবাসী এ সময়টাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলেও অভিহিত করেন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়