মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

দীর্ঘ এক মাস পর বান্দরবানে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

দীর্ঘ এক মাস পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বান্দরবানে পর্যটকদের ভ্রমণে আগামী ৭ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বুধবার (০৬ নভেম্বর) সকাল ১২টায় বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক এক প্রেস ব্রিফিং এ তিনি একথা জানান।

এসময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবানের বর্তমান পরিস্থিতি অনেকটায় ভালো। তাই বান্দরবান সদর, লামা,  আলীকদম ও নাইক্ষ্যংছড়ির সকল পর্যটন স্পটগুলোতে ৭ নভেম্বর থেকে পর্যটক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তিনি আরো বলেন, এখন থেকে পাহাড় ঘেরা বান্দরবানের অপার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা নিশ্চিন্তে এই ৪ টি উপজেলার পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে।

এদিকে পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। পর্যটকদের ভ্রমণ আরো সাশ্রয়ী করার লক্ষ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থাও নেয়া হয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বান্দরবান জেলা প্রশাসক এক বিশেষ বিজ্ঞপ্তিতে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সবগুলো পর্যটন স্পট অনিবার্য কারণ দেখিয়ে পর্যটকদের এই তিন পার্বত্য জেলায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানান।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়