চোর সিন্ডিকেট, মাদক কারবারি ও সহিংসতা প্রতিরোধে সর্বদলীয় রাজনৈতিক, সামাজিক ও ছাত্র প্রতিনিধি ও জনসাধরণকে নিয়ে মতবিনিময় সভা ও মানববন্ধন শনিবার বিকেল সাড়ে ৫টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের শহরিয়া স্টেশনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতশত নারী-পুরুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে গুপ্তধনে এনে দেয়ার নামে চকরিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণার মাধ্যমে সর্বশান্ত করে আসছে। তাদের মদদ দেন একটি প্রভাবশালী সিন্ডিকেট। একইভাবে চক্রটি চকরিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদকপাচার ও নানান সহিংসতার সাথেও জড়িত। এসব চক্র প্রশাসনের জালে আটকা পড়লেও প্রভাবশালী চক্রের তদবীরে ছাড়া পেয়ে যায়। ফলে তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠে।
প্রশাসনও তাদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নিতে পারেনা। গুপ্ত ধনের আশায় স্বর্ণালংকার, টাকা পয়সা, জায়গা জমি হারিয়ে পথে বসেছে অসংখ্য পরিবার। কোন পরিবার বিচার নিয়ে এসব প্রতারকচক্রের বাড়িতে গেলে হামলার শিকার হচ্ছে প্রতিনিয়তই। সর্বশেষ এধরণের একটি ঘটনা ঘটেছে শুক্রবার(৩১মে) সন্ধ্যায়। চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবক প্রতারণার শিকার হয়ে টাকা ফেরৎ চাইতে এসে বেধম মারধরের শিকার হয়েছে। পুলিশ তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানববন্ধনে জানিয়েছেন,এভাবে অসংখ্য ধরণের অপরাধ সংঘঠিত হচ্ছে। যা চকরিয়াসহ সারা দেশে কোনাখালীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই এসব থেকে পরিত্রাণ পেতে চায় কোনাখালীবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার উদ্দিন রানা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।