বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে বেশি

চকরিয়ায় সেমিনারে বক্তারা

রোগসৃষ্টির কারণ, রোগের প্রতিরোধ এবং প্রতিকার ও ঔষধ গ্রহণের ব্যাপারে সচেতনতা সৃষ্টি মূলক সেমিনার ১৮ জুন সকালে ভরামুহুরি আল-আকসা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

কক্সবাজারের চকরিয়া ছাত্র উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, দৈনিক যুগান্তরের চকরিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনসুর মহসিন, পৌরসভার কর্মকর্তা ফরিদুল আলম।

বিমানবন্দর সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসএআরপিভির আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডাঃ নুরুল ইসলাম ও কক্সবাজার সদর হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ এজিএম রায়হান।
এতে বক্তব্য রাখেন, ছাত্র ফোরামের সভাপতি মোঃ ইসমাইল, সিনিয়র সদস্য মোঃ ইলিয়াস ও মারুফ জামান।

সেমিনারে বক্তারা বলেন, রুচি বর্ধক ঔষধ খাওয়া যাবে না, ডমপেরিডন, গ্যাস্ট্রিকের ওষুধের যত্রতত্র ব্যবহার বন্ধ করতে হবে। মেয়েদের বিয়ের বয়স হয়নি, অথচ তারা মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের রুচিবর্ধক ঔষধ খেয়ে নিজেদেরকে মোটাতাজা করেন! এর ফলে মহিলাদের ঋতুশ্রাব জনিত সমস্যা, ডায়াবেটিস ও প্রেসারের সমস্যা বেড়ে যায়। অপর দিকে এই অঞ্চলে স্টেরয়েড জাতীয় ঔষধ এর ব্যবহার বেশি, যার ফলে কিডনি বিকল, পশ্রাবে সমস্যা সহ যাবতীয় সমস্যা দেখা যায়। এ গুলোর ব্যবহার বন্ধ করতে হবে।

খাবারের ক্ষেত্রে সময় নিয়ে ও চিবিয়ে খেতে হবে, ফলে হজম শক্তি বাড়বে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
চকরিয়া ছাত্র উন্নয়ন ফোরামের ব্যতিক্রম ধর্মী আয়োজনের ভুয়সী প্রশংসা করে ভাবিষ্যতে তাদের প্রতিটি কাজে সহযোগিতার আশ্বাস দেন সেমিনারে আগত অতিথিরা।##

35Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়