চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদ্রাসা” পরিচালনা কমিটির নবগঠিত কমিটিতে হাজি নুর মোহাম্মদকে সভাপতি এবং জুবাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সম্মতিতে সোমবার ১৪ এপ্রিল সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
এদিকে নবগঠিত কমিটির সদস্যরা চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
তিনি সকলকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান এবং মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে এ কমিটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।