শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, আটক-১

কক্সবাজারের চকরিয়ায় জানালার গ্রীল কেটে প্রবাসীর ঘরে ঢুকে ৩০ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির সাথে সম্পৃক্তদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের দাবীতে রবিবার (১৮ আগস্ট) দুপুর ১টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে করেছে ক্ষতিগ্রস্থ প্রবাসীর পারিবার।

উপজেলার হারবাং ইউপির মুসলিম পাড়া এলাকার বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী জামাল, লিটন ও রনির মা ফরিদা ইয়াসমিন জানান, গত ১২ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় ফরিদা ইয়াসমিনের মেয়ের বিয়ে উপলক্ষে চট্টগ্রামের একটি কনভেনশন হলে যায় পরিবারের লোকজন।

এসময় ঘরে কেউ না থাকার সুবাদে স্থানীয় চোরের দল জানালার গ্রীল কেটে ঘরের বিভিন্ন রুমে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ৩০ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও দামী কাপড়ছোপড় নিয়ে পালিয়ে যায়।

ওই দিন রাত আড়াইটার দিকে ঘরে ফিরে দেখা যায় রুমের আলমিরা ভাঙ্গা, মালামাল তছনছ করা। এ বিষয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় স্থানীয় শওকত আলীকে আসামি করে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। রবিবার রাতে শওকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, বাড়ির গৃহকর্মী কহিনূর আক্তারের সহযোগীতায় শওকত আলীসহ আরও কয়েকজন মিল এই চুরির ঘটনা সংগঠিত করেছে। এছাড়া মুসলিম পাড়া এলাকার একটি চোর সিন্ডিকেট এই ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। চোরের দল আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. ফরিদ বলেন, চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে। এ চুরির ঘটনায় অন্যরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়