শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় দিনব্যাপী জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুনির্দিষ্ট প্রয়োজন ও অধিকার চিহ্নিত করা এবং আলাদা জেন্ডার রোডম্যাপ তৈরির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে ইউএসএআইডি ইকোলাইফ প্রকল্প নেকম।

২৬ ডিসেম্বর ( বৃহষ্পতিবার) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলা মোহনা মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভূক্তি, নারীর ক্ষমতায়ন, যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করেন আলোচক ও প্রশিক্ষকরা। আইনে নারীদের কি অধিকার দেয়া আছে এবং তা লংঘন হলে প্রতিকার পাওয়ার উপায় নিয়েও কর্মশালায় আলোচনা হয়।

নেকম সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নেকম ডিপিডি ড. শফিকুর রহমান ও কর্মশালার শুভ উদ্বোধন করেন ইউএনও মোঃ আতিকুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারী নারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রদানকৃত মতামত জেন্ডার রোডম্যাপ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান এনজিও সংস্থা এসআরপিভি’র সুমন চন্দ্র দাশ।

ইউএসএআইডি’র অর্থায়নে ও নেকম’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন বিট কর্মকর্তা খসরু আমিন, চকরিয়া থানার সাব ইন্সপেক্টর শফিক, ফাঁসিয়াখালী -মেদাকচ্ছপিয়া সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মোট ৪০ জন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়