কক্সবাজারের চকরিয়ায় দিনব্যাপি কমিউনিটি সেফটি প্ল্যান ডেভলপমেন্ট ওয়ার্কসপ সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ ও ইউএনডিপির যৌথ আয়োজনে এই ওয়ার্কসপের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় অনুষ্টিত এই ওয়ার্কসপে একটি পৌরসভা ও ১৮ ইউনিয়নের সিপিএফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্কসপে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশের ভূমিকার উপর জোর দেয়া হয়।
চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে এই ওয়ার্কসপে বক্তব্য রাখেন, ইউএনডিপি’র কমিউনিটি পুলিশিং এক্সপার্ট রতন কুমার দে ও মো. আবু বক্কর, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী,
কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল, মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম ছিদ্দিকী,
চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জিয়া উদ্দিন ফারুক, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মহসিন, থানার উপ পরিদর্শক ইব্রাহিম খলিল ও মিঠুন সিংহ, সহকারী উপ-পরিদর্শক শিপন বড়ুয়া, কমিউনিটি পুলিশিং চকরিয়া উপজেলার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। ##