সোমবার- ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

খালের উৎপত্তিস্থলে ফ্যাক্টরি স্থাপন নিয়ে স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারী খালে উৎপত্তিস্থলে আন্ধারীর আগায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিশাল রাবার প্রসেসিং ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী বাঙ্গালি জন সাধারন এর কৃষি মৎস চাষ সহ দৈনন্দিন প্রয়োজন পুরণের একমাত্র সুপেয় পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল এর পানি দূষনের আশঙ্কা ও স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় সাধারণ জনগন।

পাশের মুরুং পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং বলেন, লামা রাবার এক হাজার ছয়শত একর জমি থাকতে আমাদের পাশে এসেই কেন ফ্যাক্টরি বানাতে হবে? এমনিতেই পাহাড়ে পানি সংকট তারা কি চায় আমরা সবাই চাষাবাদ করতে না পেরে এলাকা ছেড়ে চলে যাই?

৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বার আব্দুল হালিম বলেন, লামা রাবারের উচিৎ অন্য স্থানে ফ্যাক্টরি নির্মান করা। না হলে রাবার ফ্যাক্টরির বর্জ মিশ্রিত খালের পানি দিয়ে প্রায় ৪০০ একর চাষাবাদ জমি ও দৈনন্দিন কাজে পানি ব্যবহার করলে মানুষ নানা রকম মারাত্মক ব্যধিতে আক্রান্ত সহ হবে পরিবেশ বিপর্যয়। আমরা ২৫০-৩০০ পরিবারের মানুষ এই খালের পানির উপর নির্ভর। তাছাড়া বাংলাদেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর কয়েক হাজার শিশু কিশোর ও এই পরিবেশ দূষণের শিকার হবে। কারণ এই ফ্যাক্টরি নির্মান করা হচ্ছে আবাসিক ও স্কুল ক্যাম্পাস এর খুব কাছেই।

এদিকে পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৭ মার্চ সোমবার সকালে লামা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে সাক্ষাত করে লিখিত আবেদনে অনতিবিলম্বে রাবার প্রসেসিং ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানান।

লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ম্যানেজার মো.আরিফ হোসেন জানান, এখনো ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু হয়নি। আমরা পরিবেশ অধিদপ্তরে অনুমতি চেয়ে আবেদন করেছি,অনুমতি পেলে ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু করবো।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান,লামা রাবার আমাদের কাছে একটি আবেদন করেছে আমি এলাকা পরিদর্শন করেছি সবদিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, পরিবেশের ক্ষতি এবং পানির উৎস নষ্ট হয় এমন কাজ করতে দেয়া হবেনা। স্থানীয় লোকজনের অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়