বিগত কয়েকদিনের কালবৈশাখীর তাণ্ডবে সারাদেশসহ বান্দরবানের বিভিন্ন জায়গায় প্রায় ৯শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ধারাবাহিকতায় লামা উপজেলার আজিজনগরেও প্রায় ৩০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন।
আজ (৮ মে) বুধবার সকালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন করে তাদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন চেয়ারম্যান নিজে। এসময় উপস্থিত ছিলেন, আজিজনগর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী মনসুর আলম, শ্রমিক লীগের সেক্রেটারী লিটন দাস, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম ও আলতাফ হোসেন পিসি।
জানা যায়, এবারে প্রায় ৩০ পরিবারকে অর্থসহায়তা প্রদান করা হয়।
চেয়ারম্যান জসিম উদ্দিন জানায়, কাল বৈশাখের তান্ডবে ক্ষতিগ্রস্হ বসত বাড়ি ও অসহায় পরিবারের মাঝে ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয় হতে বরাদ্ধকৃত নগদ টাকা বিতরন। সার্বক্ষনিক খোঁজ খবর নিয়েছেন এই জনপদের প্রিয় অভিবাবক সাবেক মন্ত্রী বাবু বীর বাহাদুর এম পি মহোদয়। এই সহায়তা অব্যাহত থাকবে।