বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজারের ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন মো. হেলাল উদ্দীন (২৮) নামে এক যুবক। নিহত হেলাল ঈদগাঁও ইউনিয়নের ভূতিয়া পাড়ার গুরা মিয়ার ছেলে।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার মরদেহ খাল থেকে উদ্ধার করে স্থানীয়রা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতোই সোমবার দুপুরে হেলাল মাছ ধরতে যান কালিরছড়ার কাছে পেচার জুমের পাহাড়ি খালে। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে এলাকার লোকজন সেই খালে খুঁজতে গিয়ে পানিতে একটি অনড় বস্তুতে আঘাত পায়। পরে কয়েকজন খালে ডুব দিয়ে হেলালের মরদেহ উদ্ধার করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়