শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওতে পুলিশের অভিযান, তিন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আরো তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। গত বুধবার রাতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মচিউর রহমানের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই জুয়েল ও অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত পৃথক অভিযানে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল হুদা, যুবলীগ নেতা শাহীন ও ইসলামাবাদ আওয়ামী লীগ নেতা দিদার মেম্বার।

থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মচিউর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ পৃথক দলে বিভক্ত হয়ে ঈদগাঁও স্টেশন্থ বকসু পাড়া থেকে যুবলীগ নেতা নুরুল হুদা, নিজ এলাকা থেকে যুবলীগ নেতা শাহীন ও আওয়ামী লীগ নেতা দিদার মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়