বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

প্রত্যাশী এর উদ্যোগে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য, বিদেশ ফেরত ও সমাজ সেবকদের নিয়ে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম গঠন বিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।

১৬ অক্টোবর (বুধবার) সকাল ১১ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

প্রত্যাশী সিমস্ প্রকল্প উপজেলা সমন্বয়কারী কামরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান।

কর্মশালায় মাইগ্রেশন প্রোগ্রাম বিষয়ক আলোচনা করেন সিমস (২য় পর্যায়) প্রকল্প প্রজেক্ট অফিসার (ফিনলিট) শওকতুল ইসলাম ও প্রজেক্ট অফিসার (এ টু জে) সুলতান মাহমুদ।

এতে প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবগত করা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনায় প্রবাসী কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন, লাঞ্ছনা,প্রতারণার বিষয়টি উল্লেখ করা হয়। এক্ষেত্রে শ্রম অভিবাসীদের সঠিক ভিসা, সঠিক মাধ্যম, কাজের ধরণ, যাচাই করে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে উদ্বুদ্ধ করা হয়।

নিরাপদ অভিবাসনের লক্ষ্যে সিমস প্রজেক্ট(২) প্রত্যাশী সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, হেলভেটার্স বাংলাদেশ’এর কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায়  ইউনিয়ন কর্মী রাবেয়া পারভীন নূরী ও মাঈনউদ্দীন শামীম সার্বিক সহযোগিতা করেন।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়