বুধবার- ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

আনসার পদক পেল পানছড়ির আরিফুল ইসলাম

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা হিল আনসার মোঃ আরিফুল ইসলাম পেলেন বাহিনীর সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ আনসার পদক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা আনসার ভিডিপি সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রেষ্ঠ আনসার পদক পেলেন হিল আনসার মোঃ আরিফুল ইসলাম৷ তিনি দীর্ঘ ১৭ বছর যাবত হিল আনসার সদস্য হিসেবে পার্বত্য অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। নিরাপত্তা দায়িত্ব পালন কালে বিভিন্ন অপারেশনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন।

তার নিষ্ঠা এবং সততা ও বাহিনীর নাম উজ্জ্বল করায় বাহিনীর পক্ষ থেকে এ পদক প্রদান করা হয়।

সদর দপ্তরে সংস্থাটির ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫ তম জাতীয় সমাবেশে অনুষ্ঠানে দেওয়া হয় বাংলাদেশ আনসার পদকঃ ১০ টি, প্রসিডেন্ট আনসার পদক ২০ টি, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক ২৫ টি, বাংলাদেশ আনসার সেবা পদক ১৭ টি, প্রসিডেন্ট আনসার সেবা পদক ৪০ টি, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক ১৯ টি, প্রেসিডেন্ট গ্রামপ্রতিরক্ষা সেবা পদক ২৫ টি। ৬৪ জেলায় এসময় বাংলাদেশে আনসার ও ভিডিপির বিভিন্ন বিষয়ের কার্যক্রমের উপর শ্রেষ্ঠদের মোট ১৫৬ টি রাষ্ট্রীয় পদক প্রদান করেন।

61Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়