কাতারে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র উছাইওয়াং-এর রৌপ্য পদক অর্জন
কাতারের রাজধানী দোহাতে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ।এ আয়োজনের ১২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের গণিত টিম।এ দলের একজন সদস্য বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা। এই প্রতিযোগিতায় সে রৌপ্য পদক অর্জন করে। এবছরই কোয়ান্টাম কসমো স্কুলের