সোমবার- ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

৬ লেইন সড়কের দাবিকে ১১লাশের প্রতীকি কফিন নিয়ে পদযাত্রা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতি করার দাবিতে আমরা ১১জন নিহতের অবয়ব ধারন করে আমরা ১১জন (নিহত)এর ব্যানারে পদযাত্রা ও গণ স্বাক্ষর কর্মসূচী পালন করা ১১জন। এ সময় ১১জন আন্দেলনকারি ১১ টি লাশের সাদা কাফন পরিহিত করে কর্মসূচী পালন করেন।

৯ এপ্রিল, (বুধবার) বেলা ৩ টা ৩০ মিনিটে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে এ কর্মসূচী পালন করা হয়।

আন্দোলনকারিরা বলেন, দূর্ঘটনার মৃ্ত্যুফাঁদ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কে অচিরই ৬লেনে উন্নীত করার দাবি জানিয়ে বলেন সরকারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।আমরা আর সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘতর হোক সেটা চাইনা।আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

পদযাত্রা কর্মসূচিতে সাদা কাফন পরে প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল এর নেতৃত্বে ইদ্রিস পানু, মোহাম্মদ হানিফ, সুকান্ত তালুকদার, জুয়েল, বিল্পব চৌধুরী বিল্লু
আবদুর রহমান রকি, জীবন মিত্র রাজ
শফিকুল ইসলাম দিয়া, ইয়াসিন আফ্রিদি
সাইদুল হাসান, শাহাদাত হোসেন রুবেল অংশগ্রহন করেন।পদযাত্রাটি সকালে চট্টগ্রাম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ব্যস্হতম সড়কে অবস্হান করে গনস্বাক্ষর সংগ্রহ করে কক্সবাজার গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল।
প্রসঙ্গত গত ৩১ মার্চ ও ১এপ্রিল চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া নামক স্থানে পৃথক ২টি দূর্ঘটনায় ঘটনাস্থলে ১২জন ও চিকিৎসাধীন অবস্থায় ৪জন সহ মোট ১৬জনের প্রাণহানী ও ২৫ জন গুরুত্বর আহত হবার ঘটনা ঘটেছে।দূর্ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ৬লেনের দাবিতে মানববন্ধন ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়