বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র আওতায় তালিকাভুক্ত ৩১৪৫ জন দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এসব চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি ইউএনওর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আলম ইউপি সচিব শাহজাহান,বাইশারী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল করিম বান্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমীর মোঃ ছলিম,বাইশারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম, বিএনপি নেতা মোঃ সফি, আবু ছিদ্দিক, ইউপি সদস্য নুরুল কবির, আবু তাহের, নুর মোহাম্মদ পুঁতুন আনোয়ার সাদেক, উবাচিং নুর জাহান প্রমুখ।
0Shares