সোমবার- ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পীর ছাহেব হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে  ইউনিয়নের গ্রামীন ব্যাংক সংলগ্ন মুছা মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মৃতি সংসদের সদস্য  শাহাব উদ্দীন খোকার  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি মোঃ আবদুল্লাহ সাঈদী ও পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

এসময় ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মিজবাহ উদ্দীন, মাষ্টার আবুল হোসেন, সংসদের উপদেষ্টা মেম্বার ছৈয়দ হোসাইন, সাংবাদিক সেলিম উদ্দীন,  মৌলানা কলিম উল্লাহ, মৌলানা মোস্তফা কামাল, মোহাম্মদ ফারুক,  সংসদের সহ-সভাপতি  মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক নাঈম সাজু, সাংগঠনিক সম্পাদক  আরফাতুল ইসলাম, অর্থ সম্পাদক  ইব্রাহিম খলিল, ধর্মীয় সম্পাদক মজিদুল হক, প্রচার সম্পাদ  রেজাউল করিম রানাসহ বিভিন্ন হেফজখানা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনা শেষে সংসদের  পক্ষ থেকে কোরআনে হাফেজদের মাঝে নবীজির সিরত তুলে দেয়া হয়। পরে  রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হাফেজ আবদুল হাই (রাহঃ) আত্মার মাগফেরাত ও উপস্থিত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন পীর সাহেবজাদা মাওলানা নুর হোছাইন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়