চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে খোজাখালী তরুণ সংঘের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫’ই মার্চ,২৫ইং (শনিবার) সকাল ১০ঘটিকায় এ প্রতিযোগিতা শুরু হয়।কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়ন এর ২০টি মাদ্রাসার মোট ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান বিচারকের দায়িত্ব পালন করে হাফেজ মাওলানা মাছুম,সাথে ছিলেন হাফেজ মাওলানা মোবারক হোসেন ও হাফেজ মাওলানা নুরুল আমিন।
কুরআন প্রতিযোগিতায় খোজাখালী দারুণ নাজাত কোরআন রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা মাওলানা ছৈয়দ মাহবুব মোর্শেদ ও তরুণ সংঘের প্রতিষ্ঠাতা এম.এ কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মু ফখরুদ্দিন ফরায়েজি।
সহযোগী হিসেবে ছিলেন খোজাখালী তরুণ সংঘের সভাপতি এইচ এম তৌহিদ বিন মোজাফফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিসান,মো:জামসেদ,হাফেজ রিদুয়ান, মিজানুর রহমান, আবু মূসা,শওকত ওসমান,হুমায়ুন কবীর,নাহিন ও সাকিব।
প্রধান অতিথি বলেন,রমজান মাস কোরআর নাজিলের মাস,এমন আয়োজন খুবই প্রশংসনীয়। যারা এ আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ। আল্লাহ সকলকে কবুল করুন।
সভাপতির বক্তব্যে বলেন,আমরা গত চার বছর ধরে ইফতার ও দোয়া মাহফিল করে আসছি।এ বছর থেকে ভিন্নভাবে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা আয়োজন করেছি।ইনশাআল্লাহ সকল সদস্যদের নিয়ে আগামীতে আরও বড় পরিসরে করব ইনশাআল্লাহ।
সবশেষে সম্মাননা স্বারকসহ ৫হাজার,৪হাজার, ৩হাজার ১ম,২য়,৩য় হওয়া বিজয়ীসহ ধারাবাহিক অন্যানদের ১হাজার ও ৫শ করে অর্থ প্রদান করা হয় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের।