শুক্রবার- ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় বাপা’র উদ্যোগে নদীকৃত্য দিবস পালিত

বিশ্ব নদীকৃত্য দিবস উপলক্ষে নদী রক্ষার দাবিতে বাপা চকরিয়া শাখা’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৪ ‘ই মার্চ, ২৫ইং(শুক্রবার) সকাল ১০ঘটিকার সময় বিশ্ব নদীকৃত্য দিবস পালিত হয়। চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী মহেশখালী সেতু সংলগ্ন বদরখালী মহেশখালী চ্যানেল এর মাতামুহুরি নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সংগঠক মাস্টার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও বাপা চকরিয়া শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সঞ্চালনায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পরিষদের সভাপতি মাওলানা জয়বাল আবেদীন। বদরখালী ডিগ্রি কলেজের প্রভাষক বাপা সদস্য সাইফুল ইসলাম, বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাপা’র সদস্য দেলোয়ার হোছাইন,বাপা চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কবি সাইফুল মোস্তফা,

বাপা চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক বদরী, বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হাছান রিয়াদ,বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল জাবের,ফেরিঘাট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন,বদরখালী লিটল জুয়েল সমবায় স্কুলের শিক্ষক আরমানুল মোস্তফা ছোটন,শ্রমিক নেতা মুজিবুর রহমান,শ্রমিক নেতা আনর আলীসহ বদরখালী ডিগ্রি কলেজ এর শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের ছাত্র এবং বিভিন্ন পেশার সর্বস্তরের জনসাধারণ।

বাংলাদেশ নদী মাতৃক দেশ এবং নদী পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ অংশ সে হিসাবে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খনন জরুরি এবং নদীকে দখলদারিত্বের হাত থেকে রক্ষা, দখলীয় নদী উদ্ধার করতে প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানান বক্তারা। এছাড়া আরও বলেন মাতামুহুরি নদী হচ্ছে সকল নদীর মা, এই নদী ভরাট হয়ে এখন মিঠা পানি সংকট দেখা দিয়েছে এবং ব্যুরো মৌসুমে চাষাবাদ ও নলকূপের পানির জন্য মানুষের হাহাকার দেখা দিয়েছে, সেটার একটাই কারন মাতামুহুরি নদী কেন্দ্রিক যে সমস্ত ছোট বড় নদীর শাখা-প্রশাকা রয়েছে সেগুলো বাঁধ নির্মাণ করায় নদী গুলো এখন মৃত প্রায়, মৃত এই নদীতে সরাসরি মূল মাতামুহুরি নদীর পানি প্রবেশ করতে না পারায় এই অঞ্চলে পুকুর, জ্বলাশয় এবং টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না, এগুলো থেকে পরিত্রাণ পেতে সরকারের সুদৃষ্টি কামনা করেন পরিবেশবাদী বিভিন্ন নেতৃবৃন্দ।

চকরিয়া উপজেলা বাপা’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন এই সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবেশ আন্দোলনের অসংখ্য নেতৃবৃন্দ উপদেষ্ঠা হয়েছেন, তারা এই মুহূর্তে আমাদের পরিবেশের জন্য কিছু করতে না পারলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না। আমরা বর্তমান উপদেষ্টাদের প্রতি জোর দাবী জানাচ্ছি অনতিবিলম্বে মাতামুহুরি নদী ও উপকূলীয় অঞ্চলের মিষ্টি পানির সংকট উত্তরণে জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়