মঙ্গলবার- ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঈদগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ

রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিক্ষোভ করেছে উপজেলা  জামায়াতে ইসলামী। এসময়  বাস ষ্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশও করেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)  আছরের নামাজের পর দারুল ফাতাহ একাডেমী থেকে মিছিলটি শুরু হয়ে ডিসি সড়কের শাপলা চত্বর, স্কুল মোড়  হয়ে বাস ষ্টেশনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, সেক্রেটারী মাওলানা নুরুল আজিম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসেন, উপজেলা শিবির  সভাপতি হাফেজ শাহেদ মোস্তফা ও সেক্রেটারী হাফেজ সাদমান সাকিব। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দরা বলেন, রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রেখে সকল প্রকার অশ্লীলতা থেকে মুক্ত থেকে সংযমের মাধ্যমে মাসটির পবিত্রতা রক্ষা করতে হবে। মানুষ নিত্যপন্যের লাগামহীন মূল্যে অস্থির হয়ে উঠেছে। সকল পন্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সকল ধরণের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়