রবিবার- ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

আরকান রোড জামে মসজিদ ও ওমর বিন খাত্তাব ইসলামিয়া মাদ্রাসার ১ম বার্ষিক সভা

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ৯নং ওয়ার্ড(আজিজনগর বাস স্টেশন)আরকান রোড জামে মসজিদ ও ওমর বিন খাত্তাব ইসলামিয়া মাদ্রাসার ১ম বার্ষিক সভা ও ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্টানের পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে।

১৯ফেব্রুয়ারী(বুধবার)বেলা ১১টায় মসজিদ সংলগ্ন মাঠে এ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ওমর বিন খাত্তাব মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাহবুব এলাহী এবং গয়ালমারা আহমদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আজম রোকনের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আজিজনগর ইউনিয়ন শাখার আমির ডা.ফরিদুল ইসলাম,আরকান রোড ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ সরোয়ার আলম,মাদ্রাসার দাতা নুরুল হক সওদাগর,শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক নাজিম উদ্দীন রানা প্রমূখ।

অনুষ্টানে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম,কোষাধ্যক্ষ মোজাফফর আহামদ,সদস্য আহামদ মিয়া,আব্দুল খালেক,মাওলানা আব্দুর রহমান,জাকের সওদাগর,হারবাং ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম সহ শিক্ষার্থী অভিভাবক ও ছাত্র/ছাত্রীরা উপস্হিত ছিলেন।

শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন আরকান রোড জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা তৌহিদুল ইসলাম।

2Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়