বুধবার- ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করলেন সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ

SARPV এর সার্বিক তত্ত্বাবধানে চকরিয়া উপজেলার ২০ প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান রবিবার সকাল ১০ ঘটিকায় SARPV আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী  ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, SARPV এর উপদেষ্টা মোঃ সালাহ উদ্দিন, মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, স্থানীয় সাবেক কাউন্সিলর জাফর আলম কালু,পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকারিয়া  প্রমূখ।

সালাহউদ্দিন আহমদ ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ করে যাদের হাত বা পা নাই এমন উপকারভোগীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন। এছাড়াও তিনি আরও ১০ জন প্রতিবন্ধী শিশুদের হাতে বিশেষ সহায়ক উপকরণ হুইল চেয়ার তুলে দেন। তিনি এ সময় SARPV র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। তিনি বলেন – SARPV দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলে অসহায় জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে। SARPV প্রশংসার দাবীদার বলেও উল্লেখ করেন। তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য SARPV এর প্রতি আহবান জানান। এ কার্যক্রমকে আরও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় সহযোগীতার ও আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে SARPV এর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

32Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়