আলীকদমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবানের আলীকদমে দূর্গম কুরুকপাতা ইউনিয়নে উপজেলা কৃষক দলের উদ্যোগে অসহায় দুস্থ পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আলীকদম ৪নং কুরুকপাতা ইউনিয়নের মেনদন কারবারী পাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আলীকদম উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. শাহাবউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বান্দরবান জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যনু মার্মা হেডম্যান, বিএনপি নেতা অংহ্লাচিং মার্মা হেডম্যান,বিএনপি নেতা চাকনাও ম্রো,আলীকদম উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আব্দুস শুক্কুর, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাশারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাচিং প্রু জেরী বলেন, দেশের পিছিয়ে পড়া ম্রো সম্প্রদায়ের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা রয়েছে বিএনপির। দুর্গম পাহাড়ি অঞ্চলে ম্রো আবাসিক বিদ্যালয় স্থাপন, বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ, কৃষির আধুনিকায়ন ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার মাধ্যমে পাহাড়ের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন।তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করবে।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার শীতার্ত মানুষরা কিছুটা উষ্ণতা পাবে বলে আয়োজকরা আশাবাদী।