আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে।
এই আসনে প্রার্থী হলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম।
বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে সাতটি উপজেলায় কমিটি গঠনসহ নির্বাচনী কর্মকাণ্ড চলমান রয়েছে।
2Shares