শুক্রবার- ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

থানচিতে উন্নয়ন ও অবদানের ৩০ গুণীজনদের সম্মাননা দিচ্ছে প্রেসক্লাব

বাংলাদেশের স্বাধীনতা ৫৪ বছরে পরে বান্দরবানের থানচিতে সর্বপ্রথম উপজেলার বিভিন্ন উন্নয়ন ও অবদানের কৃতিত্ব ১০ জন মরণোত্তর গুণীজনদের সম্মাননা, ৩০ জন জীবিত গুণীজনদের সংবর্ধনা দিচ্ছে প্রেসক্লাব এবং থানচি প্রেসক্লাবের কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) উপজেলা মাল্টিপারপাস হলরুমে থানচি প্রেসক্লাবের আয়োজনে সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতিত্বে উপজেলার বিভিন্ন উন্নয়ন ও ভূমিদানের অবদানের কৃতিত্ব সন্তানদের মরণোত্তর সম্মাননা, গুণীজনদের সংবর্ধনা ও প্রেসক্লাব কমিটি’র অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে বিএনকেএস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এনজিও সংস্থার সার্বিক-সহযোগিতায় বিএনকেএস এর উপ-সহকারী পরিচালক উবানু মারমা সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও রাকিব হাসান চৌধুরী, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোঃ, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (বাচ্চু), দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লাসিংনু মারমা, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক মংমংসিং মারমা,দৈনিক ইত্তেফাক নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদ, দৈনিক সংবাদ মোহাম্মদ ইউনুছ প্রমূখ।

এছাড়াও জেলা সাংবাদিক, প্রগতিশীল বুদ্ধিজীবি, হেডম্যান, কারবারী, লেখক, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

21Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়