রবিবার- ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

জমকালো আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের মিলনমেলা

শহরের কোলাহল থেকে দূরে সাঙ্গু নদীর জেগে উঠা উম্মুক্ত প্রকৃতির মাঝে শিশুরা মেতে উঠেছে খেলাধুলায়। সাংবাদিক পরিবারের সদস্যরা চেয়ারে বসে গল্পে কাটাচ্ছেন সময়। অন্যদিকে যাদের উদ্যোগে আয়োজন সাংবাদিকরা কেউ রান্নাবান্নায় সহযোগিতা করছেন আবার কেউ খুনসুটিতে মাতোয়ারা। এছাড়া উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় গড়ে ওঠে এক অদ্ভূতপূর্ব মিলন মেলা।

এভাবেই অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে পরিবেশ ও জীববৈচিত্র পর্যবেক্ষণ সফর বা পিকনিক। অতীতের চেয়ে এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট সাংবাদিকরা।

ভিন্ন ধারায়, ভিন্ন নামে এবারের আয়োজন শুধু নিজেদের জন্য নয়, মানবিক সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন ছিল। রবিবার দিনব্যাপী জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা নদীর তীরে পরিবেশ ও জীববৈচিত্র পর্যবেক্ষণ, পিকনিক আর তেতুলিয়াপাড়ায় আয়োজন করা হয় চিকিৎসা ক্যাম্পের। যেখানে বিনামূল্যে শতাধিক নারী পুরুষ চিকিৎসা ও ঔষুধ পেয়েছেন।

প্রকৃতির অপরূপ দৃশ্যে ভরপুর পার্বত্য জেলা বান্দরবান। এখানে রয়েছে হাজারো প্রাকৃতিক নিদর্শন। যার মাঝে অন্যতম সাঙ্গু নদীর তীরবর্তী বন, জঙ্গল আর নদীর তীরবর্তী সবুজ বনায়ন। এই পরিবেশে অনেক সাংবাদিক পরিবার আগে আসেননি। প্রেসক্লাবের ভিন্নধর্মী এমন আয়োজনে আসতে পেরে প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি কতজ্ঞতা জানান আমন্ত্রিত অতিথিরাও।

সকাল থেকে শুরু হওয়া সাংবাদিকদের এ মিলনমেলায় মধ্যান্নভোজের পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুসহ সকল সাংবাদিকদের পুরস্কার বিতরণ করেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গণি।

এসময় প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এনএ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, এইচএম স¤্রাট, মোহাম্মদ ইছহাকসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক কৌশিক দাশ।

71Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়