মঙ্গলবার- ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় অবৈধ ইটভাটা পানি দিয়ে নিভিয়ে দিল প্রসাশন

বান্দরবানের লামার ফাইতংয়ে( ফোর বিএম) ইট ভাটা সরকারি নির্দেশ লংঘন করে কার্যক্রম চালানোর দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দমকলের পানি দিয়ে নিভিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহ:প্রতিবার (১৯ ডিসেম্বর)বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

লামা সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন কোন ইটভাটার অনুমতি দেওয়া হয়নি বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় পাহাড় কাটা,বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশ কারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়