ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে এক বিশাল জনসভার আয়োজন করে জেলা বিএনপি।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় বান্দরবান জেলা বিএনপির আয়জনে প্রেসক্লাবের সামনে এই জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে জেলা সদরের রাজার মাঠে এসে জড়ো হয়। এর পর বিশাল মিছিলযোগে উজানিপাড়া হয়ে শহর প্রদক্ষিণ শেষে জনসভা স্থলে মিলিত হয়।
এসময় জনসভায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যামাচিং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহবায়ক লুসাই মং, বান্দরবান জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষারসহ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন ।
জনসভায় বক্তারা বলেন, ১৬ বছর পর এসে বান্দরবানে বিএনপি স্বতস্ফুর্তভাবে কর্মসূচি করতে পারছে। ওই ১৬ বছরে স্বৈরাচার অবৈধ আওয়ামী লীগের সরকারের স্থানীয় প্রতিনিধিরা অনবরত বাধা দিয়ে এসেছে। এর অংশ হিসেবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করে রেখেছিল। এ সুযোগ কাজে লাগিয়ে বান্দরবানের আওয়ামীলীগের নেতা কর্মীরা দুর্নীতি করে দৃশ্যমান সম্পদ গড়ে তোলে। এই দুর্নীতির বিষয়ে দুদককে তদন্ত করার আহবান জানান বক্তারা।