শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের পোষাক বিতরণ ছবক অনুষ্ঠান 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে  বড়বিল এমদাদীয়া আজিজুল উলুম মাদ্রাসা ও হেফজ খানা ও এতিমখানার অসহায় শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরণ ও হেফজ বিভাগের ৩জন হাফেজ কে সমাপনী সবক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
বৃহস্পতিবার  (১০ অক্টোবর  বিকাল ৪টায় আল নজির ফাউন্ডেশনের নিজস্ব উদ্যোগে হেফজ খানায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব সবক অনুষ্ঠান  ও শিক্ষার্থীদের নতুন  পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র কোরআন তেলোয়াত ও হামদ-নাতের মধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রধান আলোচক বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা হাফেজ মাওলানা আবদুল হক বলেন, আর্ত মানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন এলাকার মানুষের সেবা দিয়ে যাচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি এলাকার সকল মানুষকে এধরণের সেবামূলক কাজে অংশ গ্রহণের আহবান জানান।
হাফেজ মাওলানা ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা আজিজুল হক মাক্কী এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. আল্লামা হারুন আজিজি আন নদভী, শাইখুল হাদিস জামিয়া বাবু নগর ।
তিনি বলেন, আল নজির ফাউন্ডেশন দীর্ঘকাল যাবত প্রত্যন্ত এলাকার গরীব মানুষের মাঝে শীতবস্ত্র , বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নিয়মিত মাসিক খাদ্য বিতরন, চিকিৎসা সেবা দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের জন্য সহায়তা, ঈদ উৎসবে নতুন কাপড় ও কোরবানির গোশত বিতরণ, বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। তাই তিনি শুধু এলাকাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতা চান। আগামীতে যেন আরেও সহযোগিতা করতে পারেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আবদুল রাজ্জাক চর পাড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ছৈয়দ নুর ইদগড় হাফেজিয়া মাদ্রাসার নায়েবে মোহতামীম  মাওলানা জয়নাল আবেদীন মাওলানা কবির উদ্দিন হাফেজ আবদুল্লাহ প্রমূখ সমাপনী হাফেজ এবাদুল্লাহ হাফেজ রহমত উল্লাহ হাফেজ নুরুল আবছার মাহীনসহ সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়
64Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়