চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে গরুর খামার থেকে গরু লুট করে নিয়েছে গেছে ডাকাতরা।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত তিনটার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড হাজী আবুল বশরের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
খামারের মালিক আবু নাঈম মুহাম্মদ ইছা জানান, গত রাত তিনটার দিকে একটি মাইক্রো বাসসহ কয়েকটি পিকআপ গাড়ি নিয়ে ২০-২৫ জনের একটি ডাকাতের দল এসেছিল বাড়িতে। এসে খামারে থাকা লোকজনকে আটক করে বেঁধে রাখে। এরপর খামার ভেঙে একটি ব্রাহমা জাতের ও একটি অষ্ট্রেলিয়ান জাতের গাড়িতে তুলে নেন। পরে খবর পেয়ে অন্য একটি খামার থেকে লোকজন আসলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে কয়েকজনকে আনসারের ড্রেসে দেখা যায়। তারা সবাই অস্ত্রধারী ছিলো। খামারে থাকা প্রায় ৭০ হাজার টাকাও নিয়ে যায় তারা। সব মিলে আমার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন কেউ যদি গরুর সন্ধান দিতে পারে তাহলে তাঁর নাম পরিচয় গোপন রাখা হবে এবং তাঁকে পুরুষ্কৃত করা হবে।
এবিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।