মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

আলীকদমে ছাত্রদলের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

বান্দরবানের আলীকদমে জেলা বিএনপি’র সার্বিক সহযোগিতায় ও উপজেলা বিএনপি’র ব্যাবস্থাপনায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রীতি উপহার স্বরুপ “আলীকদম কলেজ” এর একাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবাল (১ই অক্টোবর) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় নয়াপাড়া সংলগ্ন রুপমুহুরি রির্সোট হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলীকদম উপজেলা শাখার আয়োজনে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

বই বিতরণ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী পাহাড়ী-বাঙ্গালী ছাত্র-ছাত্রীদের মাঝে বই তুলে দেওয়া হয়েছে।

বই বিতরণ ও ছাত্র সমাবেশে আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল সাফা ভূঁইয়া বাবু’র সভাপিত্বে এবং আলীকদম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবেদ রেজা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপি।

এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বি এন পির সাধারন সম্পাদক
জাবেদ রেজা

বই বিতরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো জসিম উদ্দিন তুষার, সাবেক সদস্য লিটল বিশ্বাস, আলীকদম উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. মাশুক আহমেদ,আলীকদম উপজেলা বিএনপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো আবুল কালাম, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আবু হানিফ,আলীকদম উপজেলা যুবদলের সভাপতি মো.ইলিয়াছ মিয়া,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মারুফ হোসেন, বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বই বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন, সৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকাকালী সময়ে কলেজ প্রতিষ্ঠিত করতে পারেননি। আলীকদম উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান সাহেব নিজেই সর্বপ্রথম কলেজ এর জমি দান করেছেন।আওয়ামীলীগের নেতাদের তো অনেক জায়গায় জমি ছিল তারা তো কেউ এগিয়ে আসেন নাই।আওয়ামীলীগ নেতা কলেজ প্রতিষ্ঠিতার সময় অনেক প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। সেগুলো তো তারা রাখেননি।আলীকদম বিএনপির আর্থিক সহযোগিতায় কলেজ কার্যক্রম চলছে বলে জানান। তারা আরও বলেন,আজ এই সুন্দর আয়োজন যারা গ্রহন করেছেন তাদের ধন্যবাদ জানান এবং আলীকদম কলেজে জন্য জায়গা ধাতা দের কৃতজ্ঞা জানান এবং কলেজের সকল শিক্ষকার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। বক্তব্য শেষে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়